স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদকে বোর্ড ছাড়তে হচ্ছে। বিসিবি সভাপতিকে পদত্যাগ করতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ফারুক আহমদ যদি পদত্যাগ না করেন তবে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সরানোর পথে এগুবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন ফারুক আহমদ। বিসিবির টাকা ট্রান্সফার থেকে শুরু করে নানা কাণ্ডে আলোচিত হন। বিব্রতকর পরিস্থিতিতে তার পদত্যাগের গুঞ্জন উঠেছে বেশ।
অন্যদিকে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি করার গুঞ্জন উঠেছে। সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি ক্রিকেট বোর্ডের যে কোনো দায়িত্ব নিতে রাজি আছেন।
বর্তমানে আইসিসিতে কাজ করা বুলবুল এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথেও কথা বলেছেন। আইসিসিও তাকে সবুজ সঙ্কেত দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলকে আহ্বায়ক করে তিন মাসের জন্য এডহক কমিটি গঠন করতে পারে। যে কমিটির অধীনে অনুষ্টিত হবে বোর্ডের নির্বাচন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০