স্পোর্টস ডেস্কঃ বর্তমানে খেলোয়াড়ি জীবনে খুব একটা সুখকর অবস্থানে নেই আহমেদ শেহজাদ। পাকিস্তানের এক সময়ের এই তারকা ব্যাটার এখন জাতীয় দল তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও আলোচনায় থাকেন না। যদিও ক্রিকেট থেকে খুব একটা দূরে নেই শেহজাদ। নিয়মিতই সব ধরনের খোঁজ রাখেন।
সাম্প্রতিক সময়ে এক বক্তব্য দিয়েছেন শেহজাদ। যা ভারতের ক্রিকেট সমর্থকদের জন্য মোটেও ভালো কিছু নয়। পাকিস্তানের এই ক্রিকেটার জানিয়েছেন, ভারতে ভয়ঙ্কর বোলার নেই। যদিও দেশটির ক্রিকেটারদের প্রতি যথাযত সম্মান রেখেই কথাটি বলেছেন। তার মতে বুমরাহ, জাদেজা, অশ্বিনরা ভালো বোলার হলেও, কেউই ভয়ঙ্কর বোলার না। তবে প্রশংসা করেছেন ব্যাটারদের।
শেহজাদ বলেন, ‘আমি তাদেরকে অসম্মান করছি না। কিন্তু তাদের কোনো ভয়ঙ্কর বোলার নেই, যাকে খেলতে প্রতিপক্ষের ব্যাটাররা ভয় পাবে। তাদের ভালো বোলার আছে বুমরাহ, জাদেজা ও অশ্বিনের মতো। তারা কেউই ভয়ঙ্কর বোলার না। কিন্তু তাদের ব্যাটাররা ভয়ঙ্কর।’
উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে এবং ৫৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেহজাদ। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে রান করেছেন ৯৮২, ২৬০৫ এবং ১৪৭১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post