স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি, রোহিত শর্মারা মাঠে সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের একজন আম্পায়ার এমন দাবি করেছেন। যিনি ভারতীয় নাগরিক।
প্রায় সময়ই মাঠে দেখা যায় আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুুষ্ট হন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অনেক সময়ে আম্পায়ারের সাথে তর্কেও জড়ান। এনিয়ে আলোচনা-সমালোচনা অনেক হয়। এবার স্বয়ং একজন ভারতীয় আম্পায়ারই এর সত্যতা স্বীকার করলেন।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার নীতিন মেনন। ভারতীয় এই আম্পায়ার জানিয়েছেন, ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেটাররা আম্পায়ারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
বিশেষ করে ভারত যখন নিজেদের দেশে ম্যাচ খেলতে নামে, চাপ প্রয়োগের মাত্রাটা বেড়ে যায় বলেও মন্তব্য করেন মেনন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত দেশের মাটিতে ম্যাচ খেলতে নামলে তা নিয়ে অনেক কথা হয়। ভারতের দলে প্রচুর তারকা রয়েছে, তারা সব সময় আম্পায়ারদের চাপে রাখতে চায়। যে কোনো ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের পক্ষে টানার সর্বোচ্চ চেষ্টা করে তারা। কিন্তু আমরা (আম্পায়াররা) নিজেদের নিয়ন্ত্রণে রাখলে ওরা কী করছে সেটা নিয়ে বিশেষ ভাবতে হয় না।’
আগের রাতে দুই দলের খেলোয়াড়দের পাঠ করেই মাঠে নামেন জানিয়ে এই আম্পায়ার আরো বলেন, ‘মনে করুন, আমি আগামী কালকের কোনো একটা ম্যাচের দায়িত্ব পালন করবো। সেক্ষেত্রে আমি পূর্ব থেকেই জানি কারা খেলতে পারে। কোন ক্রিকেটার কী ধরনের আচরণ করতে পারে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায়। কী করে সেই ক্রিকেটারদের সামলানো যায় এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে সেই বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post