স্পোর্টস ডেস্কঃ জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফেরানো হয়েছে সালমা খাতুন, মারুফা আক্তার, শারমিন আক্তার ও দিলারা আক্তারকে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জাহানারা। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট এই পেসার। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এদিকে গত বছর ৮ ওয়ানডে খেলে রুমানার উইকেট কেবল ৫টি, রান করেছেন ৮ ইনিংস মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে ২০১৯ সালে একটি ফিফটির পর টানা ২০ ইনিংসে আর পঞ্চাশ ছুতে পারেননি। গত মাসে হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না তিনি। পরে সংবাদমাধ্যমে বাদ পড়া নিয়ে কথাও বলেন এই ক্রিকেটার। এবার জাতীয় দলে ফের ব্রাত্য থাকলেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১ জুলাই শুরু হবে অনুশীলন। ৯ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ওয়ানডে ১৬ জুলাই। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। এই দুই সিরিজ দিয়ে দীর্ঘ ১২ বছর পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের প্রাথমিক দল-
নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আখতার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক ও ফাহিমা খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post