স্পোর্টস ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হচ্ছে এবারের আসর। তবে অনেকটা দেরিতে ভারতের ভিসা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের ভিসা পাওয়া নিয়ে পাকিস্তান দল যে জটিলতার মধ্যে ছিল সেটার অবসান হয়েছে। অবশেষে ভারতের সরকার পাকিস্তান দলের জন্য ভিসা অনুমোদন করেছে।
প্রায় এক সপ্তাহ আগে ভিসার জন্য আবেদন করলেও টানা চার কর্মদিবসে ভারতীয় হাইকমিশন থেকে কোনো সবুজ সংকেত পায়নি পাকিস্তান। ভিসা বিলম্বের কারণে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতি বিশ্বকাপ প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে তারা।
ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির একটি সূত্র তাদেরকে পাকিস্তান দলের ভারতের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভিসা পেতে দেরি হওয়াকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে ওই সূত্র। এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তান। সকালে হায়দ্রাবাদে পৌঁছে বিকেলেই ম্যাচটি খেলার কথা তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post