স্পোর্টস ডেস্ক::ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সাকে এক হালি দিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।সৌদীর রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মাদ্রিদরা।
ভিনিসিউস জুনিয়র একাই তিন গোল দিয়েছেন। রদ্রিগো করেছেন আরেকটি গোল। চার গোল হজম করা বার্সা লেভানডফস্কির গোলে শোধ দিয়েছে মাত্র এক গোল।
পরপর দু’বার বার্সাকে ফাইনালে হারিয়ে সুপার কাপের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। ক্লাসিকোতে দলটি পাত্তাই পেলো না।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে মাদ্রিদরা শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেছে। ভিনিসিউস জুনিয়রের গোলে শুরুতেই লিড নেওয়া কার্লো আনচেলত্তির দল শিরোপা নিয়েই ঘরে ফিরলো।
ম্যাচের ৭তম মিনিটেই ভিনিউস জুনিয়রের গোলে ১-০তে এগিয়ে যায় রিয়াল। বার্সাকে কোনো সুযোগ না দিয়েই তিন মিনিট পর জোড়া গোল করে বসেনে ব্রাজিলিয়ান এই তারকা। ১০ম মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
৩৩তম মিনিটে লেভানডফস্কির গোলে বার্সেলোনা ব্যবধান কমায়। ২-১ ব্যবধানে থাকা ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বসেন ভিনিসিউস জুনিয়র। ৩৯তম মিনিটে পেনাল্টি উপহার দেয়া বার্সেলোনা।স্পট কিক থেকে ব্যবধান ৩-১ করে ফেলেন ভিনিসিউস। হয়ে যায় তারও হ্যাটট্রিক। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পরও মাদ্রিদরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে। পিছিয়ে পড়া বার্সা আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। ৬৪তম মিনিটিে রদ্রিগোর গোলে ৪-১ ব্যবধান করে ফেলে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এক হালি গোল দিয়ে শিরোপা ঘরে তুলে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post