স্পোর্টস ডেস্কঃ বার্লিনে গত রোববার ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় স্পেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে তাদের চতুর্থ শিরোপা এটি। রেকর্ড শিরোপা জিতে দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শিরোপা উদযাপন করল।
ইউরোতে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলকে সোমবার রাতে বরণ করে নিলেন স্প্যানিশরা। মাদ্রিদ বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। পরে সারসুয়েলা প্যালেসে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে দেখা হয় স্পেন দলের। এরপর প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন মনক্লোয়া প্যালেসে এই দলকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এরপর ছাদ খোলা দ্বিতল বাসে শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। পথে পথে জনস্রোত তো ছিলই, বাড়ির ছাদ, ব্যালকনি, জানালা দিয়েও হাত নেড়ে, পতাকা উড়িয়ে দলের প্রতি ভালোবাসা জানান স্প্যানিশরা। অনেকের গায়েই পোশাক লেখা ছিল ‘ইউরোপের সেরা’ কিংবা ‘ইউরোপের রাজা।’ চতুর্থ শিরোপার জন্য বিশাল করে ‘৪’ লেখা ছিল অনেকের পোশাকে। ফুটবলাররাও নেচে-গেয়ে নানাভাবে উদযাপন করেন ও মানুষের শুভেচ্ছার জবাব দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post