স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ইন্টার মায়ামিতে ফিরেছেন। এবার তিনি মাঠে নামার অপেক্ষায়। নতুন বছরের শুরুতেই খেলবেন নেইমারের আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। প্রাক মৌসুমের প্রস্তুুতি হিসেবে ইন্টার মায়ামি সৌদীর প্রো লিগের এসব ক্লাবের বিপক্ষে খেলবে।
মেজর লিগ সকারের প্লে-অফে খেলতে পারেনি মেসির মায়ামি। ফলে গত বছরের নভেম্বরেই ছুটি পেয়ে যান আর্জেন্টাইন তারকা। এরপর পরিবারকে বেশ লম্বা সময় দিয়েছেন। ছুটি কাটিয়ে ক্লাবে ফিরেছেন তিনি।
মেসি ক্লাবের হয়ে খেলা ছাড়াও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি সেরে নিচ্ছেন। এবছরই হবে কোপা আমেরিকার আসর। গত বছরের ২১ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে সবশেষে ম্যাচ খেলেছেন মেসি। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গড়ানো সেই ম্যাচে ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। নতুন বছরে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
ইন্টার মায়ামি মাঠে নামবে ১৯ জানুয়ারি। ওই দিন এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন মেসিও। এরপর যথাক্রমে প্রাক মৌসুমের প্রস্তুুতিতে মায়ামি খেলবে এফসি ডালাস, সৌদি প্রো লিগে নেইমারের আল হিলাল এবং রোনালদোর আল নাসরের বিপক্ষেও। এই ম্যাচ গুলোতেও খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post