স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনার সার্জিও বুসকেতস ও লিওনেল মেসির জুটি আবারো দেখা যাবে। বার্সার সাবেক এই দুই তারকা আবারো এক হচ্ছেন। মেজর লিগে ইন্টার মায়ামিতে দেখা যাবে মেসি-বুসকেতসের জুটি।
পিএসজি ছেড়ে লিওনেল মেসি মায়ামিতে গেছেন, বার্সেলোনা ছেড়ে বুসকেতসও মায়ামিতে যাচ্ছেন। সমর্থকেরা তাই আবারো দু’জনের জুটি দেখবেন। আর্জেন্টাইন তারকা অনেক আগেই! বার্সা ছেড়ে প্যারিস ঘুরে এসেছেন। ক্যাম্প ন্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন বুসকেতস।
৩০ জনু বার্সার সঙ্গে এই তারকার চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করবেন। স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র তাদের প্রতিবেদনে জানাচ্ছে, বুসকেতস যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি।
আপাতত আমেরিকার ক্লাবটি আড়াই বছরের জন্য চুক্তি করেছে বুসকেতসের সঙ্গে। মেসির সঙ্গে তাই জুটি বাঁধবেন তিনি। সমর্থকেরা বার্সার পুরনো জুটিকে দেখবেন মায়ামির জার্সিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post