নিজস্ব প্রতিবেদকঃ অধিনায়কত্বের অভিষেকে মারমুখী ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত। অ্যাজাজ পালেটকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলা বাঁহাতি এই ব্যাটার ফিরলেন উড়িয়ে মারতে গিয়ে। গ্লেন ফিলিপসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন শান্ত। ব্যক্তিগত ৩৭ রানে আউট হয়েছেন তিনি।
এর আগে সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেন নি জাকির হাসান। বাংলাদেশ ওপেনার ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন। কিউই স্পিনার পাটেলের স্পিন ঘূর্ণিতে বোল্ড হয়েছেন তিনি। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৩৯ রানে। শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন জাকির। বাঁহাতি এই ব্যাটার শুরুতে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের করা দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন এলবিডব্লিউ হয়ে। অল্পের জন্য বেঁচে যান ব্যাটের কানা ছুঁয়ে যাওয়ার কারণে। পরে টিম সাউদির বলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি জাকির।
স্পিনার অ্যাজাজের অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন জাকির। তবে ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ফলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ৪১ বলে ১২ রান করা এই ব্যাটারকে। তিনে নেমে জয়ের সাথে পঞ্চাশ রানের জুটি গড়েন শান্ত। ৬৬ বলে তারা এই জুটি গড়েন। এরপরই অবশ্য দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post