স্পোর্টস ডেস্কঃ ২০১৩ সালের পর আবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছে স্পেন ও ব্রাজিল। আগামী মার্চে একটি ফিফা প্রীতি ম্যাচের আয়োজন করেছে দুই দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। মূলত বর্ণবাদের বিরুদ্ধে লড়ার অংশ হিসেবে এই ম্যাচ খেলবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল। প্রায় ১১ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও স্পেন। সবশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের জুনে, কনফেডারেশন্স কাপের ফাইনালে। রিও দে জেনেরিওতে সেই ম্যাচে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
সব মিলিয়ে দল দুটির দশম লড়াই হতে যাচ্ছে এটি। আগের ৯ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৫টিতে। স্পেনের জয় ২টি, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। এদিকে আরএফইএফের বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আঙিনায় অন্যতম সেরা দুই দলের এই ম্যাচ হবে ফুটবলের জন্য দারুণ উদ্যাপনের ব্যাপার।’ এই ম্যাচের লক্ষ্য নিয়ে বিবৃতিতে আরএফইএফের ভাষ্য, ‘ফুটবলে সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতিকে আরও জোরালো করা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post