স্পোর্টস ডেস্ক: চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্শের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
দিল্লির হয়ে চলতি আসরের শুরুর দিকে খেলতে দেখা গেছে মার্শকে। চোট পাওয়ার পর এই অলরাউন্ডারকে ডেকে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা মার্শ আর ফিরছেন না বলে সোমবার চূড়ান্ত খবর পাওয়া গেছে।
দিল্লির কোচ রিকি পন্টিং মার্শের চোট প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয় না সে ফিরে আসবে। বদলি খেলোয়াড়ের ব্যাপারে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া আছে। সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দ্রুত নিজেদের কাছে চেয়েছে এবং আমরাও যত দ্রুত সম্ভব তাকে পাঠিয়েছি।’
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শকেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবছে অস্ট্রেলিয়া। এবারের আইপিএলে এই পেস বোলিং অলরাউন্ডার মোটে চারটি ম্যাচ খেলেছেন। তিন ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন, যেখানে সর্বোচ্চ ইনিংসটি ২৩ রানের। এছাড়া ৮ ওভার বল করে ওভারপ্রতি ১২.৮৭ গড়ে রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post