নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। মিরপুরের হোম অব ক্রিকেটে সেই ম্যাচের আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের নবম আসরে দুই দলই সেরা অবস্থানে আছে। এখন পর্যন্ত দুই দল সমান ৬ ম্যাচ খেলে পাঁচটি করে জয় ও এক হারে সমান ১০ পয়েন্ট দুই দলের। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে সিলেট। অপরদিকে বরিশালের অবস্থান দুই নম্বরে।
এছাড়া দুই দলের প্রথম দেখায় জিতেছিল সিলেট স্ট্রাইকার্স। সেই হারের অবশ্য টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছে ফরচুন বরিশাল। তবে সাকিবের দলের এটি প্রতিশোধের ম্যাচ। একইসাথে সিলেটকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার ম্যাচ। অপরদিকে সিলেট টানা পাঁচ জয়ে উড়তে থাকার পর, গেল ম্যাচে কুমিল্লার বিপক্ষে হেরেছে দলটি। এতে করে জয়ে ফেরার মিশনে নামবে মাশরাফীরা।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), টম মুরস, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post