নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফরচুন বরিশালের কাছে দ্বিতীয় দেখায়ও পাত্তা পেলো না সিলেট স্ট্রাইকার্স। অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে সিলেটকে এক প্রকার উড়িয়ে দিয়েছে দলটি। স্ট্রাইকার্সদের দেওয়া ১১৭ রানের লক্ষ্য মাত্র দুই উইকেট হারিয়ে টপকে গেছে বরিশাল।
হোম অব ক্রিকেটে বিদায়ী পর্বে দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলের তলানির দলটি আগে ব্যাট করা স্ট্রাইকার্সরা অলআউট হয়ে ১১৬ রানে।
১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা ফরচুন বরিশালকে খুব একটা কষ্ট করতে হয়নি। দলীয় ২২ রানে, ইনিংসের তৃতূীয় ওভারের পঞ্চম বলে ওপেনার তাওহীদ হৃদয় ফিরেন প্যাভেলিয়নে। এক বাউন্ডারিতে সাত বলে ৬ রান করেন তিনি। তার বিদায়ের পর তিনে নামা ডেভিড মালানও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৩৯ রানে,. ইনিংসের ষষ্ট ওভারের শেষ বলে দুই বাউন্ডারিতে ৮ বলে ৯ রানে তিনি সাজঘরের পথ ধরেন।
তৃতীয় উইকেটে সিলেটকে হতাশায় ডুবান তামিম ও মুশফিক। দু’জনে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। তামিম হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। ৫১ বলে ৬ চারে ৫২ রানের ঝলমলে এক ইনিংস খেলেন বরিশালের ওপেনার। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪০ রানে অপরাজিত থাকেন। ৩০ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি বাউন্ডারি হাঁকিয়েছেন।
সিলেটের হয়ে সুমন ও নাহিদুল ১টি করে উইকেট লাভ করেন।
চোটে জর্জরিত সিলেট স্ট্রাইকার্স কোনো মতে একাদশ সাজিয়ে মাঠে নামে। দলটির নিয়মিত একাধিক ক্রিকেটার ইনজুরিতে পড়ে খেলতে পারছেন না। আগে ব্যাট করতে নামা দলটি দলীয় ৭ রানেই হারায় প্রথম উইকেট। ফিরে যান জর্জি মুনসে। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফেরার আগে চার রান করেন তিনি। এরপরই উইকেট হারাতে থাকে স্টাইকার্সরা।
বরিশালের বোলিং তোপে দলীয় অর্ধশত রানের আগেই অর্ধেক উইকেট হারায় আরিফুল হকের দল। অষ্টম ওভারের চতুর্থ বলে দলীয় ৪৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় স্ট্রাইকার্স। ৮ রান করা নাহিদুল ফিরে যান। আসান ভাট্টি ও জাকের আলীর ব্যাটে কোনো মতে শতরান পার করে চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন আসান ভাট্টি। ২৯ বলের ইনিংসে এক চার ও দুই ছক্কা হাঁকান তিনি।
সিলেটের হয়ে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন জাকের আলী। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তিনি। তিন চার ও এক ছক্কায় সাজান ১৯ বলের ইনিংসটি। ১৩ বলে ১২ রান করেন অধিনায়ক আরিফুল। ৮ বলে ১৩ রান করেন তানজীম সাকিব। ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় দলটি।
বরিশালের হয়ে ফাহিম আশরাফ ৫টি ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০