স্পোর্টস ডেস্কঃ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পাকিস্তান অধ্যায়ের ইতি টানার খবর আজ নিজেই নিশ্চিত করেছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। আগামী মাস থেকে দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
ব্র্যাডবার্ন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সঙ্গে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।’
২০১৮ সালে পাকিস্তানের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্র্যাডবার্ন। দুই বছর পর পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধানের দায়িত্ব পান। বিবিসি জানিয়েছে, গত বছর মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ব্র্যাডবার্ন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব ছাড়লেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post