স্পোর্টস ডেস্ক:: একেই বলে ম্যাজিক। আমেরিকে পাড়ি দেওয়ার আগেই উত্তাপ ছড়ালেন মেসি। তার ঘোষণার আগ পর্যন্ত যে টিকিটের দাম ছিলা ২৯ ডলার, এক ঘোষণাতেই সেটি হয়ে গেছে ৩০০ ডলারের। বিশ্বকাপ জয়ী অধিনায়কের ম্যাজিকে ১১ গুণ বেড়ে গেলো মেজর সকার লিগের ম্যাচের টিকিটের দাম।
সবকিছু টিকঠাক থাকলে এ মাসেই পিএসজি তারকা যোগ দেবেন ইন্টার মিয়ামিতে। আগামি ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামবেন তিনি। গত পরশু রাতে মেসির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ম্যাচটির টিকিট ছিলো মতা্র ২৯ ডলার। তার যোগ দেওয়ার ঘোষণার পরপরই সেটির দাম বেড়ে গেছে ৩০০ ডলারে।
এখনো বেশ কিছু দিন বাকী আছে ম্যাচটির জন্য। টিকিটের দাম আরো বাড়তে পাড়ে বলে জানিয়েছে, অনলাইন মার্কেটপ্লেস টিকপিক। শুধু টিকিটের দাম নয়, মেসির উত্তাপে হু হু করে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার সংখ্যা। আগে যেখানে মাত্র ৯ লাখ ফলোয়ার ছিলো দলটির, সেটি এখন ৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
বাড়তে পারে।
টিকপিক-এর ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন রয়টার্সকে বলেন, ‘মেসি এই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন, এই কথাটি শোনার পর তাৎক্ষণিকভাবেই ইন্টার মায়ামির টিকেটের দাম তরতর করে বাড়তে দেখি আমরা। তর্কযুক্তভাবে বিশ্বের সেরা ফুটবলার তিনি। ইন্টার মায়ামির হয়ে তিনি যতবার সফরে খেলতে যাবেন, ততবারই টিকেট বিক্রির রেকর্ড দেখতে পারব আমরা। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post