স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে আমেরিকার ঘরোয়া ক্রিকেটে খেলবেন এই তারকা।
লস অ্যাঞ্জেলসের মালিকানায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে ছিলেন সাকিব। এবার তার দলের হয়ে যুক্তরাষ্ট্রেও খেলবেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স যুক্তরাষ্ট্রে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে কলকাতায় সাকিবের খেলার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন। বিবৃতিতে রাইডার্স বলেছে, ‘সাকিবের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে দৃঢ় সম্পর্ক রয়েছে। ২০১২ ও ২০১৪ চ্যাম্পিয়নশিপসহ সে আমাদের বিভিন্ন আসরে প্রতিনিধিত্ব করেছে।’
চলতি বছরের ৪ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেট। সাকিবের দলের হয়ে আরো খেলবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের মতো তারাকারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post