স্পোর্টস ডেস্কঃ পেসারদের দাপটে সাদা বলের ক্রিকেটে প্রথমবার নিউজিল্যান্ড দুর্গ জয় করল বাংলাদেশ। শনিবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
রান তাড়ায় নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশর বেশি বল অব্যবহৃত রেখে জিতল টাইগাররা। বলের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ৬০ বল বাকি থাকতে।
এর আগে পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে উইকেট। ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এ ম্যাচে যেভাবে ছেলেরা খেলেছে তাতে গর্বিত। সিরিজ শুরুর আগে বলেছিলাম, সিরিজ জিততে চাই। সেটি হয়নি, তবে আজ জিতে ভালো লাগছে। এ ম্যাচে আমাদের আত্মবিশ্বাস দেবে অনেক।’
এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম হারের পর বাংলাদেশের বোলারদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘অবশ্যই আমরা প্রত্যাশার চেয়েও বাজে খেলেছি…বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post