নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্টে ব্যাটিং বান্ধব উইকেটে রানের পাহাড় গড়তে চলেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের সকালের সেশন শেষে প্রথম ইনিংসে দলটির সংগ্রহ ১১৮ ওভারে ৫ উইকেটে ৪১১ রান। উইকেটে আছেন ৭০ রান করা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আর তার সাথে আছেন ১৭ রান করা কামিন্দু মেন্ডিস। দুজন প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাই তাদেরকে না ফেরাতে পারলে পাঁচশ পেরোবে লঙ্কানদের রানের কোটা।
৪ উইকেটে ৩১৪ রান নিয়ে আগের দিন যেখানে শেষ করেছিল শ্রীলঙ্কা, ঠিক সেখান থেকেই দারুণভাবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালের শুরুটা করে দলটি। সাগরিকার আকাশে কালো মেঘের সাথে এদিন লঙ্কানদের ব্যাটিংও বাংলাদেশের জন্য কালো মেঘ হয়ে দাঁড়িয়েছিল। প্রথম এক ঘন্টা বেশ ভালো ব্যাটিংও করে সফরকারীরা। দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা তুলে নেন হাফ সেঞ্চুরি।
তবে শ্রীলঙ্কার ৩৭৫ রানের মাথায় দলকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। ৫৯ রান করা চান্দিমালকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। ধনাঞ্জয়ার সাথে চান্দিমালের ৮৬ রানের জুটি ভাঙে। আউট হওয়ার আগে ১০৪ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৯ রান করেন চান্দিমাল।
সেই জুটি ভাঙার পর ধনাঞ্জয়া ও কামিন্দু মিলে এগিয়ে নেন সফরকারীদের ইনিংস। দুজনের ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করেই ইনিংস এগিয়ে যাচ্ছে লঙ্কানদের। চারশ রানের কোটা পার হয়েছে দলের। দ্রুতই এই জুটিকে ফেরানো না গেলে বিপদ রয়েছে বাংলাদেশের জন্য।
Discussion about this post