স্পোর্টস ডেস্ক:: পিএসজিতে থাকাকালিন সময় চরম অশান্তিতে ছিলেন কিলিয়ান এমবাপে। ক্লাব ছেড়েও গেলে তার অশান্তি আর দূর হল না। উল্টো মামলার আসামী হলেন। সাবেক ক্লাব পিএসজি ফরাসি তারকা কিলিয়ান এমবাপের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছে। রিয়ালে যাওয়ার পর বিপাকে পড়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে কিলিয়ান এমবাপে বেশ ভাল সময় কাটাচ্ছেন। অভিষেক মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার ‘রেকর্ড’ এখন তার দখলে। যদিও দলের অবস্থা খুব একটা ভালো নায়। এরই মধ্যে এমবাপে পেলেন খারাপ খবর। সাবেক ক্লাব আদালতে মামলা করেছে তার বিরুদ্ধে।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্ত এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দিয়েছেন, সেটা যেন তুলে নেন। একই সাথে তারা কিলিয়ান এমবাপের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।
এমবাপের সাবেক ক্লাব পিএসজির দাবি, এমবাপ্পে তাদের কাছ থেকে কোনো অর্থ পাবেন না। তারাই বরং এমবাপ্পের কাছে ৯ কোটি ৮০ লাখ ইউরো পাবে। এই অর্থ পিএসজি মূলত দাবি করেছে ক্লাবের মানহানির ক্ষতিপূরণ হিসেবে। পিএসজি একটি ক্ষতিপূরণ মামলাও করেছে।
পিএসজি আর্জি জানিয়েছে, এমবাপ্পে তাদের কাছে পাওনা হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছেন, সেই বিষয়টির বিচার যেনো দ্রুত শেষ করা হয়। তাদের অভিযোগ, এমবাপে তার নিজের করা অভিযোগ নিয়ে অশনযোগী। তিনি সেটা দ্রুত শেষ করতে চাচ্ছেন না। ধারণা করা হচ্ছিল, ২৬ মে পরবর্তী শুনানির দিনই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসল।
তবে মানহানির ক্ষতিপূরণের মামলা দায়েরের বিষয়টি কিলিয়ান এমবাপে জানিয়েছে, তারা ভয় নেই। তাদের কাছে সব কিছুর প্রমাণ রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০