স্পোর্টস ডেস্কঃ তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগকে। মূলত গতরাতে এক ক্লাব সভাপতি মাঠে ঢুকে ম্যাচের প্রধান রেফারিকে ঘুষি মারেন। এরপর ঘোষণা আসে তুর্কি লিগ স্থগিতের। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানও।
তার্কিশ ক্লাব আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি রেফারিকে ঘুষি মারার ঘটনায় সরাসরি জড়িত। গত রাতে লিগ ম্যাচে আঙ্কারায় মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুজু ও রিজেসপোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান এই রেফারি। ঘুষি খেয়ে পড়ে যাওয়ার পরও আবার আঘাত করা হয় তাঁকে।
তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) বিতর্কিত এই ঘটনায় এক বিবৃতি জানায়, ‘শুধু হালিল উমুত মেলেরের ওপরই নয়, এই অমানবিক ও ঘৃণিত আঘাত তুরস্কের ফুটবল–সংশ্লিষ্ট সবার ওপরই হয়েছে। রাষ্ট্রীয়ভাবেই অমানবিক এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত ক্লাব, ক্লাবটির সভাপতি, কোচ ও আরও যাঁরা হালিল উমুত মেলেরের ওপর হামলা করেছেন, তাঁদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post