স্পোর্টস ডেস্ক:: বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল। ২০২৬ সালেই শেষ হবে তার বর্তমান চুক্তি। তবে ভবিষ্যৎ তারকাকে ধরে রাখেত বার্সা আগে ভাগেই নতুন চুক্তি করেছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষের আগেই ইয়ামালের সাথে বার্সা লম্বা সময়ের জন্য চুক্তি করেছে।
লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, নতুন চুক্তিতে ইয়ামাল ২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকবেন। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, ইয়ামালের চুক্তি নবায়ন ‘গত কয়েক বছরের সেরা সাইনিং’ হিসেবে বিবেচিত হবে।
ইয়ামালকে আগে ভাগেই ধরে রাখার কাজ সেরে দারুণ খুশি বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। জানিয়েছেন, ১৭ বছর বয়সী এই খেলোয়াড় বিশেষ যত্ম পাওয়ার দাবিদার। ইএসপিএনের সূত্র জানিয়েছে, ইয়ামালের নতুন চুক্তিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে, যা কোচ হান্সি ফ্লিকের দলে তার বর্তমান অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই উইঙ্গার কত উপার্জন করবেন তা নির্ভর করবে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস ও ইনসেনটিভের ওপর।
মাত্র ১৫ বছর বয়সে বার্সার জার্সিতে অভিষেক হয় ইয়ামালের। ২০২৩ সালে অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি তাকে। গত গ্রীষ্মে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন এবং এবার বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই মৌসুমে ৫৫ ম্যাচে ইয়ামাল ১৮ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি। এছাড়া ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগা নির্ধারণী ‘এল ক্লাসিকো’তে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
ইএসপিএন জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে ইয়ামালের এজেন্ট জর্জে মেন্দেস এবং লাপোর্তার মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে নতুন চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০