নিজস্ব প্রতিবেদকঃ মধ্যাহ্ন বিরতির বাকি মাত্র ১.২ ওভার। আর তখনই লিটন দাসের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। মধ্যাহ্ন বিরতির আগ মূহুর্তে লিটন দাসের উইকেট হারানোতে বেড়েছে শঙ্কা। ঘুরে দাঁড়ানোর জন্য লড়াইয়ের মূল ভরসার জায়গাটুকুও শেষ হয়ে এলো এখন। ফলো অন এড়ালেও বাংলাদেশ স্বস্তিতে নেই মোটেও। এখনও বিপদ কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা।
বৃষ্টির পূর্ভাবাস থাকলেও, সিলেটের আকাশে সকালের মিষ্টি রোদের দেখা মিলে। তবে বাংলাদেশ দলের জন্য সকালটা মিষ্টি হয়নি। দিনের শুরুতেই ফিরে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৫তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার আউটসাইড অফ ডেলিভারিতে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২ রান করা জয়ের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
আগের দিন ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান নিয়ে কোনোমতে পার করে বাংলাদেশ। তবে নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম ও ওপেনার জয় দ্বিতীয় দিন সকালের সেশনের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল। যদিও প্রথম পাঁচ ওভারের পর আর সেটি ধরে রাখতে পারেননি তারা। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরেন জয়।
এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেছেন শাহাদাত হোসেন দিপু। তবে ধরে রাখতে পারেননি সেটি। ২২তম ওভারের শেষ বলে লাহিরু কুমারার শিকার হয়ে ফিরেন দিপু। স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার ক্যাচে পরিণত হওয়ার আগে ২৬ বলে ১৮ রান করে যান এই তরুণ ব্যাটার। পরবর্তীতে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার লড়াই করেন লিটন দাস ও তাইজুল ইসলাম।
৫ উইকেটে ৮৩ রান থেকে দুজন স্বস্তি জোগাচ্ছিলেন ভালোভাবে। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগ মূহুর্তে ৩৫তম ওভারের চতুর্থ বলে লাহিরু কুমারার ভেতরে ঢুকানো দারুণ এক ডেলিভারিতে বোল্ড আউট হয়ে ফিরতে হয় লিটনকে। ভালো ছন্দে থাকলেও, ৪৩ বলে ৪ বাউন্ডারিতে ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় উইকেটরক্ষক ব্যাটারকে। যদিও এতে লাহিরুর কৃতিত্বই বেশি। যেটিতে অস্বস্তি বাড়ে বাংলাদেশ শিবিরে।
৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ দল। এখনও টাইগাররা পিছিয়ে আছে ১৪৮ রানের বড় ব্যবধানে। উইকেটে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। নাইট ওয়াচম্যান হিসেবে নেমেও দারুণ ব্যাট চালিয়ে যাচ্ছেন তাইজুল। তিনি অপরাজিত ৪১ রানে। যদিও ৩৮ রানে স্লিপে তার ক্যাচ মিস করেছেন কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়ার বলে। অপরপ্রান্তে মিরাজ অপরাজিত আছেন ২ রানে।
Discussion about this post