স্পোর্টস ডেস্কঃ জরুরি পারিবারিক কারণে বিশ্বকাপ দল ছেড়ে বাংলাদেশের ওপেনার লিটন দাস এখন দেশে অবস্থান করছেন। গতকাল তিনি কলকাতা থেকে দুপুরের ফ্লাইটে ঢাকা আসেন। এবার তার দেখানো পথে হাঁটছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ!
লিটন দেশে ২ দিনের ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা ম্যাচের আগেই দলে যোগ দেবেন। তবে ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়া মার্শ মিস করবেন ইংল্যান্ড ম্যাচ। যেই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন আরেক অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গলফ খেলতে গিয়ে আহত হওয়া এই তারকার পর এবার মার্শকেও পাচ্ছে না উড়তে থাকা অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি।’ এদিকে মার্শ চলে যাওয়ায় আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁর বদলে একাদশে মার্কাস স্টয়নিসকে দেখা যেতে পারে। ম্যাক্সওয়েল না থাকায় একাদশে জায়গা হতে পারে ক্যামেরন গ্রিনের। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের পর ডাচদের বিপক্ষে ম্যাচটায় একাদশে ছিলেন তিনি।
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আগামী ৪ নভেম্বর মাঠে নামবে অস্ট্রেলিয়া। ইংলিশদের বিপক্ষে তাদের ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর ৭ নভেম্বর আফগানিস্তান ও ১১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে অজিদের। এদিকে চলতি আসরে মার্শ এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ ইনিংসে ব্যাটিং করে ৩৭.৫০ গড়ে ১টি শতক ও ১টি অর্ধশতকে রান করেছেন ২২৫, স্ট্রাইক রেট ৯১.৪৬। সমান ম্যাচ খেলে ম্যাক্সওয়েল ১৯৬ রান করেছেন ৩৯.২০ গড়ে। এবার তাদের ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে অজি টিম ম্যানেজমেন্টকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post