স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি বাংলাদেশ দল। দলের ফর্ম নিয়ে রয়েছে দুঃশ্চিন্তা। সেই দুঃশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের ইনজুরি। দলের সেরা দুই বোলার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চোটে রয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া চোট থেকে সেরে উঠে তাসকিন আহমেদ খেলার জন্য এখন অনেকটাই ফিট। তবে দুঃশ্চিন্তা বাড়াচ্ছে শরিফুলের চোট।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়ে সেলাই লেগেছে শরিফুলের। যার জন্য ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছেন। বর্তমানে পর্যবেক্ষণে আছেন। দলের সাথে থাকলেও, অনুশীলন করা হচ্ছে না শরিফুলের। তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে। বেশি সিরিয়াস হলে, বদলি হাসান মাহমুদকে মূল দলে অন্তর্ভুক্ত করা হবে। তবে অন্তত প্রথম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে দল।
এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বলেন, ‘ইনজুরি একটা বড় ভাবনা হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে। যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুল ইনজুরিতে পড়েছে। তার ইনজুরি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। ৬টি সেলাই লেগেছে আপনারা জানেন। রিকভারি মূল্যায়ন করতে আরও ক’দিন অপেক্ষা করতে হচ্ছে।’
শরিফুলের বদলি প্রসঙ্গে লিপু বলেন, ‘বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে, একজন পেস বোলার ক্যারি করছি। হাসান মাহমুদ তিনি আমাদের সাথে আছেন। শরিফুলকে পেতে আমরা আগ্রহী। আমরা কোন পর্যন্ত যেতে পারি, সেটাও একটা ব্যাপার। ৯ তারিখে আর একটা মূল্যায়ন করে দেখি, কতোটা উন্নতি করে সেটা আগে দেখি। এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার। ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে। তখন একটা সিদ্ধান্ত নেয়া যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post