নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আজ দারুণ এক হ্যাটট্রিক করেছে শেখ মেহেদী হাসান। সিটি ক্লাবের বিপক্ষে ইনিংসের শেষ ৩ বলে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। তাতে নাটকীয় এক জয় পায় প্রাইম ব্যাংক। বিকেএসপিতে রোববার ৩ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে তারা।
শেষ ওভারের প্রথম বলে ১ রান নিয়ে সিটি ক্লাবের অধিনায়ক সাজ্জাদুল ইসলামকে স্ট্রাইক দেন আশিক উল আলম। সাজ্জাদ খেলেছিলেন ৩৪ বলে ৬৬ রানে। তাতে সিটি ক্লাব দেখছিল জয়ের স্বপ্ন। আশিকের সিঙ্গেলে স্ট্রাইকে এসেই ফাইন লেগ দিয়ে চার মেরেছেন সাজ্জাদুল। পরের বলটায় লং অন দিয়ে মারেন ছক্কা। কিন্তু এরপরেই মেহেদীর জাদু। চতুর্থ বলে আরেকবার উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন ৭৬ রান করা সাজ্জাদুল। পরের দুই বলেও এলবিডব্লিউতে উইকেট পেয়ে যান মেহেদী।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে এবারের আসরে এটি প্রাইম ব্যাংকের টানা তৃতীয় জয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাদের তোলা ৮ উইকেটে ৩০৫ রানের জবাবে সিটি ক্লাব থামে ৭ উইকেটে ৩০২ রানে। এর আগে সকালে দারুণ সেঞ্চুরি উপহার দিয়েছেন প্রাইম ব্যাংকের তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। আগের ম্যাচে দেড়শো (১৫১) করার পর আজ ১১৪ বলে সমান ৫ টি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ঠিক ১০০ রানে আউট হন ইমন। অধিনায়ক তামিম ইকবাল এদিনও ব্যর্থ হন। ফিরে গেছেন মাত্র ৬ রানে।
তামিম ফিরলেও অপর ওপেনার ইমন এবং ওয়ান ডাউনে নামা জাকির হাসান (৭৭ বলে ৭৯) রানের আরও এক দুর্দান্ত ইনিংস খেললে প্রাইম ব্যাংক পায় ৩০৫ রানের বড় পুঁজি। জবাবে সিটি ক্লাবের তরুণ ওপেনার জয়রাজ শেখ (৫৫), শাহরিয়র কোমল (৬৬) ও অধিনায়ক সাজ্জাদুল হক রিপন (৭৬ ) ব্যাট হাতে জ্বলে উঠলে জয়ের খুব কাছে চলে যায় দলটি। কিন্তু শেষ ওভারে মেহেদীর তিন বলে ৩ ব্যাটারকে হারিয়ে ম্যাচও হেরে বসে তারা। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন হ্যাটট্রিক করা মেহেদী। আসরে টানা তৃতীয় এটি প্রাইম ব্যাংকের। অন্যদিকে টানা তিন ম্যাচেই হারল সিটি ক্লাব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post