স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলে খেলার জন্য আইপিএলে যাননি সাকিব আল হাসান। লিটন দাস গেলেও ফিরে আসেন সিরিজের জন্য। তাসকিন আহমদও আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কাউন্টির প্রস্তাবেও সায় দেননি জাতীয় দলের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই এই তিন ক্রিকেটারকে ক্ষতি পূরণ দিচ্ছে। যদিও ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানায়নি। তবে জানা গেছে, জাতীয় দলের জন্য ফ্র্যাঞ্চাইজিকে না করা এই তিন ক্রিকেটারকে ক্ষতি পূরণ দেওয়া হচ্ছে।
বিসিবির বোর্ড সভায় সাকিব, তাসকিন-লিটনদের ক্ষতি পূরণ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিন ক্রিকেটার ক্ষতি পূরণ হিসেবে পাচ্ছেন ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। শীঘ্রই বোর্ড ক্রিকেটারদের কাছে পাঠিয়ে দেবে ক্ষতি পূরণের এই টাকা।
আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের জন্য জাতীয় এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেননি। সাকিব দল পেলেও যাননি। তাসকিন শুরুতেই প্রস্তাব ফিরিয়ে দেন। লিটন দাস আইপিএলে গেলেও মাঝপথে ফিরে আসেন জাতীয় দলের সিরিজের জন্য। খেলতে না পারায় আর্থিক ভাবে ক্ষতির শিকার এই ক্রিকেটাররা। বিসিবি কিছুটা হলেও তাদের সেই ক্ষতি পুষিয়ে দিচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post