স্পোর্টস ডেস্ক:: ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদী আরবে ক্যাম্প থেকে ইতালী প্রবাসী ফুটবলার ফাহামিদুলকে বাদ দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয় দেশের ফুটবলাঙ্গনে। ঢাকায় আন্দোলনে নামেন ফুটবল প্রেমীরা। এরপর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নির্দেশে ফাহামিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে নেওয়া হয়।
আগামি ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজাদের বাংলাদেশ। ম্যাচটির জন্য ঢাকায় এসেছেন ফাহামিদুল। ইতালী প্রবাসী এই ফুটবলার সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রবাসী ফুটবলার ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেন। তবে তাকে বাদ দেওয়া হয় দল থেকে। এনিয়ে আলোচনা-সমালোচনা হয় অনেক। কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ মে থেকে ঢাকায় শুরু হবে অনুশীলন ক্যাম্প। ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।ওই ম্যাচের আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে ফাহামিদুলের মাঠে থাকার সম্ভাবনাই বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০