স্পোর্টস ডেস্কঃ কেভিন ডি ব্রুইনে জাদুতে রোমাঞ্চকর লড়াইয়ে জিতল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে শনিবার রাতে গোল করে ও করিয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিলেন বেলজিয়ান এই মিডফিল্ডার। বেশ খানিকটা সময় ম্যাচে পিছিয়ে থাকা সিটি ৩-২ গোলে জিতেছে।
২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তবে দ্রুতই সমতায় ফেরে নিউক্যাসল। ৩৫ মিনিটে আলেকজান্ডার আইজ্যাক। ২ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ক্যাসল। এবার গোল করেন অ্যান্থোনি গর্ডন। ৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে সিটি। ৯০+১ মিনিটে বই ব্রুইনের পাসে অস্কার ববের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
পাঁচ মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা ডি ব্রুইনে গত ম্যাচের মতো এই ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামেন। ৬৯তম মিনিটে মাঠে নামার চার মিনিট পরই দলকে এনে দেন সমতার গোল। রদ্রির কাছ থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান। যোগ করা সময়ের প্রথম মিনিটে তাঁর সৌজন্যে জয়ের গোলটিও পেয়ে যায় গার্দিওলার দল।
লিগে টানা তৃতীয় জয় পেল সিটি। ২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো শিরোপাধারীরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচেই জিতল দলটি। এর ঠিক উল্টো অভিজ্ঞতা হলো নিউক্যাসলের। লিগে সবশেষ সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ হার। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দলটি আছে ১০ নম্বরে। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post