স্পোর্টস ডেস্ক:: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য নতুন সূচি তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কিনা এখনো সেটির সুরাহা হয়নি। ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে শঙ্কায় পড়ে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর। এরপরই পাকিস্তান নতুন সূচি তৈরি করেছে।
পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশ দল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর কথা ছিলো ২৫ মে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিলো ফয়সালাবাদে। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত করা হয়েছিলো পাকিস্তান সুপার লিগ। দুই দেশের যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর পিসিবি এবার স্থগিত পিএসল শুরু করতে যাচ্ছে।
পিসিবির নতুন সূচিতে পিএসএলের ফাইনাল হবে ২৫ মে। যার কারণে পাকিস্তান বোর্ড এবার বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ পিছিয়ে। পিসিবি জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি শুরু করতে চায় ২৭ মে থেকে। শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’ জানিয়ে সিরিজটি এখন শুরু হবে ২৭ মে, ২৯ মে হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। ১ জুন হবে সিরিজের তৃতীয় শ্যাচটি।
পিসিবির সম্ভাব্য সূচিতে চতুর্থ টি-২০ ম্যাচি হবে ৩ জুন। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি শেষ হেব ৫ জুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য পিসিবির নতুন সূচি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। যুদ্ধের পরপরই টাইগাররা পাকিস্তান সফরে যাবে কিনা সেটিও নিশ্চিত নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০