নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টেও টস জিতল বাংলাদেশ। এর আগে সিলেট টেস্টেও টস জিতেছিলেন টাইগারদের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার সকাল সাড়ে ৯টায়। উইকেটের আচরণ নিয়ে কিছুটা সংশয়ে বাংলাদেশ দল। তবে এই মাঠে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা এগিয়েই রাখবে স্বাগতিকদের। এদিকে এই ম্যাচে দুদলের প্রতিপক্ষ হয়ে যেতে পারে বৃষ্টি।
দ্বিতীয় টেস্টে একাদশ পাল্টায়নি বাংলাদেশের। অফ স্পিনার নাঈম হাসান চোট পেলেও ব্যাপারটা গুরুতর কিছু না হওয়ায় তাঁকে একাদশে রাখা হয়েছে। অর্থাৎ সিলেট টেস্টে জেতা একাদশ নিয়েই আজ মাঠে নামল টাইগাররা। তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেয়া হয়েছে।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফলে এই টেস্ট জিতলে বা নিদেনপক্ষে ড্র করলেও প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। আর তাতে বড় অঙ্কের পুরষ্কার পাবেন ক্রিকেটাররা। এমনটাই ঘোষণা দিয়ে রেখেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক) ও অ্যাজাজ পাটেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post