স্পোর্টস ডেস্ক:: সিলেটে চলমান দ্বিতীয় বিভাগ ফুটবলে জয় পেয়েছে হোয়াইট মোহামেডান স্পোটিং ক্লাব। সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার দলটি ২-০ গোলে হারিয়েছে শহীদ বাছির অগ্রগ্রামী ক্লাবকে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। দ্বিতীয় বিভাগের দশটি ক্লাব দল এই লিগে অংশ নিচ্ছে। সোমবারের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন হোয়াইন মোহামেডানের গোলরক্ষক ওয়াহিদুর রহমান।
হোয়াইট মোহামেডান শহীদ বাছিরের জালে দুই গোল দিলেও কোনো গোল হজম করেনি। ওয়াহিদ দুর্দান্ত কয়েকটি সেইভ করে দলকে জিতিয়েছেন ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে তাই তার হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
ওয়াহিদের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এঢহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিপ্লু আহমদ । মঙ্গলবারের ম্যাচে মুখোমুখি হবে সিলেটের দুই স্কুল। মোহাম্মদ মকন হাই স্কুলের প্রতিপক্ষ দি এইডেড হাই স্কুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































