নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রানে থামা টাইগাররা বল হাতে নিউজিল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ২৬৬ রান করেছে কিউইরা।
একপ্রান্ত আগলে রেখে অনবদ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। ফিফটির কাছাকাছি ছিলেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩০ ওভার বল করে ৭ মেইডেনে ৮৯ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। এ ছাড়া একটি করে উইকেট দখলে নিয়েছেন বাকি চার বোলার শরিফুল, মিরাজ, নাইম ও মুমিনুল।
৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার কাইল জেমিসন (৭) ও টিম সাউদি (১)। অবশ্য দিনের নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি আজও। আলোকস্বল্পতার কারণে ৮৪ ওভার পর্যন্ত খেলা হয়েছে। এর আগে গতকালও ৮৫ ওভারের বেশি বল গড়ায়নি।
এর আগে চা বিরতি থেকে ফিরেই ৬ রান করে আউট হয়েছেন টম ব্লান্ডেল। এরপর উইলিয়ামসনের সাথে জুটি বাঁধেন বল হাতে আলো ছড়ানো গ্লেন ফিলিপস। মাঝে বেশ ভালো করেই ক্রিজে জমে যান ফিলিপস এবং উইলিয়ামসন। তবে শেষ বিকেলে গিয়ে আউট হন ফিলিপস। উইকেটে টার্ন দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে আনেন পার্টটাইমার মুমিনুল হককে। আর নিজের প্রথম ওভারেই ফিলিপসকে ফিরিয়ে দেন মুমিনুল। দলীয় ২৫৩ রানের মাথায় ৬২ বলে ৪২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ফিলিপস।
তবে এতকিছুর পরেও ধৈর্য্যের সাথে দায়িত্বশীল ব্যাটিংয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। কিন্তু শতক হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসন। তাকে বোল্ড করেন তাইজুল ইসলাম। তাতেই যেন স্বস্তি ফেরে টাইগার শিবিরে। ২০৫ বলে ১০৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। শেষ বিকেলে শোধির উইকেটটাও তুলে নেন তাইজুল। আর কিছুক্ষণ খেলা হলে হয়তো অলআউটই হয়ে যেত নিউজিল্যান্ড। তবে আলোক স্বল্পতার কারণে দিন শেষের কিছুক্ষণ আগেই খেলা শেষ হয়। ফলে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬ রান। এখনও ৪৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। লিড নেয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post