নিজস্ব প্রতিবেদকঃ আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে দেখা যাবে মাশরাফী বিন মোর্ত্তাজাকে। সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে থাকবেন এই জাতীয় দলের সাবেক অধিনায়ক। চোট আর না খেলার শঙ্কা উড়িয়ে টানা দ্বিতীয়বার দলকে নেতৃত্ব দেবেন। ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
একইসাথে সহ-অধিনায়কও ঘোষণা করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মোহাম্মদ মিঠুন। যিনি কিনা বিপিএলের অফিসিয়াল ট্রফি ফটোসেশনে অংশ নিয়েছেন। নাজমুল হোসেন শান্ত’র নাম শোনা গেলেও, সেটি আর শেষ পর্যন্ত হয়নি।
বিপিএলে গেল আসরে প্রথমবার এসেই বাজিমাত করেছিল সিলেট। মাশরাফীর নেতৃত্বে দলটি ফাইনাল খেলে। তবে রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও আসরজুড়েই মাঠ এবং মাঠের বাইরে দারুণ করেছিল দল। মালিকপক্ষের আন্তরিকতায় ম্যাশ পুরো পরিবারের মতো বানিয়ে ফেলেছিলেন দলকে। যা বড় টনিক হিসেবে কাজ করে।
এবারের বিপিএল শুরুর আগে মাশরাফীর চোট নিয়ে নানান গুঞ্জন ও শঙ্কা ছিল। সঙ্গে ছিল নির্বাচনের ব্যস্ততা। তার খেলা নিয়ে তাই শঙ্কা ছিল। তবে সব ছাপিয়ে মাশরাফী খেলছেন এবং দলকেও নেতৃত্ব দেবেন।
এদিকে মাশরাফী না থাকলে শান্ত দলকে নেতৃত্ব দেবেন বলেই ধরে নেওয়া হয়েছিল। একে তো গেল আসরে আস্থার প্রতিদান দিয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন। তার উপর এবার তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের টেবিল থেকে সব জায়গাতেই ছিল শান্ত’র উপস্থিতি। সাম্প্রতিক সময়ে শান্ত’র নেতৃত্বে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই ইতিহাস গড়া সাফল্য পেয়েছে দল।
এত সবকিছুর পরও নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্ব না পাওয়া অবাকই করেছে। তবে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মিঠুনই সহ-অধিনায়ক দলের। এবারের আসরে মিঠুনকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে সিলেট। অতীতে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে সিলেটের জার্সিতে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। একইসাথে দলের অধিনায়কত্বও করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post