স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন সেনেগালের কালিদু কুলিবালি। চেলসি ছেড়ে যাওয়া ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের সৌদি প্রো লিগে যোগ দেওয়ার খবর সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানায় ক্লাবটি।
এক ছোটো বিবৃতিতে আল হিলাল জানায়, ‘আমরা একসঙ্গে মিলে ইতিহাস গড়তে চাই।’ এদিকে চেলসিতে থাকাকালীন ৩২ ম্যাচ খেলে ২ গোল করা কুলিবালি নতুন দলে যাওয়ার ঘোষণার পরে বলেছেন, ‘আমি এখানে তাদের সঙ্গেই আছি, যারা বর্তমান এবং ভবিষ্যতে আলো ছড়াবেন।’
এদিকে চলতি দলবদলে ইতোমধ্যে তিনজন প্রিমিয়ার লিগের ফুটবলার যোগ দিলেন সৌদি প্রো লিগে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২৬ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে দলে নেওয়ার খবর জানায় আল হিলাল। এর আগে এই লিগে যোগ দিয়েছেন এনগেলো কন্তেও।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য ট্রেবলজয়ী তারকা বের্নার্দো সিলভাকে দলে টানতেও চেষ্টা করে যাচ্ছে আল হিলাল। সৌদি ক্লাবগুলোর নজর আছে নেইমারসহ আরও বেশ কজন তারকার দিকে। গত জানুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদোও যোগ দেন সৌদির লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post