স্পোর্টস ডেস্কঃ ওয়ানিন্দু হাসারাঙ্গা নৈপুণ্যে ফেবারিট শ্রীলঙ্কার বিশ্বকাপ বাছাই পর্ব শুরুটা হয়েছে দারুণ। আরব আমিরাতকে আজ ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সোমবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৫৫ রান দ্বীপ দেশটি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নের উদ্বোধনী জুটিতে ৯৫ রান পায় শ্রীলঙ্কা। ৫২ রান করা করুনারত্নে ফিরলে ভাঙে তাদের ওপেনিং জুটি। নিশানকা ৫৭ রান করে ফিরেছেন। তিনে নেমে ৭৮ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস।
সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে এসেছে ৭৩ রান। শেষ দিকে চারিথ আসালঙ্কা মাত্র ২৩ বলে অপরাজিত ৪৮ রান করলে শ্রীলঙ্কা থামে ৩৫৫ রানে। মাত্র ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন হাসারাঙ্গা। আমিরাতের হয়ে ২ উইকেট নেন আলী নাসের। ১টি করে উইকেট নেন রোহান মোস্তফা, আয়ান খান ও বাসিল হামিদ।
রান তাড়ায় হাসারাঙ্গাকে সামলাতে হিমশিম খেতে হয়েছে আরব আমিরাতকে। এই লেগ স্পিনার নেন ২৪ রানে ৬ উইকেট, যেটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। ৩৯তম ওভারের মধ্যেই ১৮০ রানে গুটিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। শুরুতেই রোহান মুশতোফাকে হারায় তারা। এরপর মুহাম্মদ ওয়াসিম এবং ভ্রিত্তিয়া অরবিন্দ খানিকটা জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের জুটি বেশি বড় করতে দেননি হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post