নিজস্ব প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
ব্যাট হাতে সৌম্য-সাইফদের জ্বলে উঠার দিনে নাসুম-রিশাদদের বোলিং ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৭ রানে গুটিয়ে গেছে। ২৯৬ রান করা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচ ১৭৯ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে।
২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের বোলিং তোপে পড়ে। নাসুম, রিশাদ ও মিরাজদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা ক্যারিবিয়ানরা মাত্র ১১৭ রানে গুটিয়ে গেছে ৩০.১ ওভারে।
টাইগারদের স্পিন জাদুতে কাবু ক্যারিবিয়ানদের কোনো ব্যাটসম্যানই উইকেটে টিকতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন দশে নামা আকিল হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং। ১৫ রান করে আসে জাস্টিন ও অ্যালিকের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে নাসুম ও রিশাদ তিনটি করে, মিরাজ ও তানভীর দু’টি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই সাইফ হাসান ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ২৯৬ রান তুলে। ২৯৭ রানের জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৯ ওভারে দুই উইকেটে ৩৫ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তুলে ১৭৬ রান। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান অল্পের জন্য মিস করেছেন সেঞ্চুরি। ইনিংসের ২৬তম ওভারের দ্বিতীয় বলে ৮০ রানে সাইফ ফিরলে ভাঙে তাদের জুটি। ছয়টি করে চার ও ছক্কায় ৭২ বলে ৮০ রান করেন সাইফ।
ওপেনিং পার্টনার সাইফের বিদায়ের পর সৌম্য সরকারও ফিরেন প্যাভেলিয়নে। তার আগে খেলেন ৯১ রানের নান্দনিক এক ইনিংস। ৮৬ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও চার ছক্কায়। তিনে নামা তাওহীদ হৃদয় তৃতীয় উইকেটে ফিরেন ২৮ রানে। ৪৪ বলের ইনিংসে হাঁকান দুই বাউন্ডারী। ৫৫ বলে ৪৪ রান করেছেন শান্ত।
১৬ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। ১৭ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ রান করেন অঙ্কন। ৩ রান করেন রিশাদ। ১ রান আসে নাসুমের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৯৬ রানে থামে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন চারটি ও এলিক ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০