স্পোর্টস ডেস্কঃ তিন দশক পর জার্মান কাপ জিতল বায়ার লেভারকুসেন। প্রথমবার ঘরোয়া ‘ডাবল’ জিতে স্বপ্নের মতো কাটানো মৌসুমের শেষটা রাঙাল জাবি আলোন্সোর দল। গত রাতে ফাইনালে দ্বিতীয় স্তরের ক্লাব কাইজারস্লটার্নকে ১-০ গোলে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেন গ্রানিত জাকা।
বুন্দেসলিগার পর জার্মান কাপ—এক মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জিতল আলোনসোর লেভারকুসেন। জার্মান ফুটবলে এমন কীর্তি আছে আরও চারটি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, ভেরডার ব্রেমেন ও এফসি কোলনের। গত রাতে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে লেভারকুসেন। ম্যাচের ১৭তম মিনিটে অনেক দূর থেকে বুলেট গতির শটে গোল করে দলকে এগিয়ে নেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার জাকা।
প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের একজনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেভারকুসেনের ডিফেন্ডার ওডিলন। তবে বাকি সময়ে ঘর সামলে রেখে উল্লাসে মাতে আলোন্সোর দল। জাকার গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এদিকে বায়ার্ন মিউনিখের টানা ১১ মৌসুমের রাজত্ব গুঁড়িয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে এবার বুন্দেসলিগা শিরোপা জেতে লেভারকুসেন, যা তাদের প্রথম লিগ শিরোপা। গত সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে অবশ্য আতালান্তার কাছে হেরে যায় তারা ৩-০ গোলে। এতে ছেদ পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের ইউরোপিয়ান রেকর্ড ৫১ ম্যাচের অপরাজেয় যাত্রায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post