নিজস্ব প্রতিবেদক:: সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মেঘনা সুপার জায়ান্টের। সাত ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পদ্মা প্লাটুনের কাছে সাত রানে হেরেছে মেঘনা। তিন ম্যাচের একটিতেও জিততে না পারায় তাদের বাড়ী ফেরা নিশ্চিত হয়ে গেছে।
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার বৃষ্টির কারণে আম্পায়াররা কার্টেল ওভারে ম্যাচ পরিচালনা করেন। ৭ ওভারের ম্যাচটি দুই দলই জমিয়ে তুলে। সায়েমের হাফ সেঞ্চুরিতে পদ্মা ৯৬ রান তুলে ফেলে ৭ ওভারে। জবাবে ব্যাট করতে নামা মেঘনাও কম যায়নি। অর্কের হাফ সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় দলটি। তবে শেষ মূহুর্তে অর্কের বিদায়ে ভেঙে যায় তাদের টিকে থাকার স্বপ্ন। শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি। থেমে যায় ৯০ রানে।
আগে ব্যাট করতে নামা পদ্মা প্লাটুন সায়েমের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৯৬ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন সায়েম। ১৭ বলে সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন কামরুল। ১০ রান আসে ফাহিমের ব্যাট থেকে।
মেঘনার হয়ে শাকিল ও অর্ক ২টি করে উইকেট লাভ করেন।
৯৭ রানের টার্গেটে খেলতে নামা মেঘনা অর্কের ব্যাটে দারুণ শুরু করে। টিকে থাকার লড়াইয়ে প্রাণপণ চেষ্টা করে দলটি। প্রতিপক্ষের সায়েমের হাফ সেঞ্চুরির জবাবে অর্কও করেন দারুণ এক হাফ সেঞ্চুরি। ২২ বলে ৫৭ রান খেলে তিনি আউট হলেও বিপদ বাড়ে মেঘনার। শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলাতে অর্কের বিদায়ে দলের ভরসা হয়ে উইকেটে আসেন রিদওয়ান। এক ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও ব্যর্থ হন তিনি। ৩ বলে ৭ রান করে সাজঘরে ফিরলে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে মেঘনা। শাওন করেছেন ৪ রান। সৌরভ করেছেন ১২ রান। মেঘনাকে ৮ উইকেটে ৯০ রানে থেমে যেতে হয়।
পদ্মার হয়ে রাহিন, সাব্বির ও সায়মন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০