স্পোর্টস ডেস্কঃ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার গত বছরের পারফরম্যান্সের আলোকে বছরের সেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে বাংলাদেশের একমাত্র মিরাজই জায়গা পেয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে গত বছর (২০২২) স্বপ্নের মতো কাটিয়েছেন মিরাজ। ১৫টি ম্যাচে ২৮.২০ গড়ে বল হাতে ২৪টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৩২ রান খরচায় চার উইকেট। এ ছাড়া ব্যাটিংয়ে ৬৬ গড়ে ৩৩০ রান আসে মিরাজের ব্যাটে। লোয়ার অর্ডারে নেমে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।
পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গড়া একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post