স্পোর্টস ডেস্ক:: বছর পাঁচেক আগেই তারা ছিলো জার্মান ফুটবলের দ্বিতীয় বিভাগ লিগে। বিস্ময়কর উত্থানে সেখান থেকে একে একে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন। বুন্দেসলিগা টু থেকে বুন্দেসলিগায়, এরপর ইউরোপে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন্স লিগে।
ক্লাব ফুটবলের বড় নাম রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেকটা দারুণ হচ্ছিলো বার্লিনের। সমর্থকদের হৃদয় কেড়ে নেওয়া ক্লাবটি তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদকে পুরোটা ম্যাচেই গোল বঞ্চিত রেখে দেয়। বেলিংহাম, রদ্রিগো, জুসেলো, লুকা মদ্রিচরা একের পর এক আক্রমণ করেও পাচ্ছিলেন না গোলের দেখা।
ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেকের ঐতিহাসিক ম্যাচটি রাঙাতেই যাচ্ছিলো বার্লিন। কিন্তুু শেষ পর্যন্ত তার হতে দিলেন না জুডে বেলিংহাম। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জার্মান ক্লাবটির সমর্থকদের স্তব্ধ করে দেন। রক্ষা করেন মাদ্রিদকেও। ছয় ম্যাচে এখন ছয় গোল এই তারকা।
‘সি’ গ্রুপের ম্যাচে মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে গোল হজম করেনি দলটি। তারকায় ঠাসা রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলো ক্লাবটি। তবে শেষ মুহূর্তে আর পারেনি। বেলিংহ্যামের কাছে হারতে হয়েছে তাদেরকে।
ম্যাচের শুরু থেকেই কার্লো আনচেলত্তির শিষ্যরা দাপট দেখিয়ে খেলতে থাকে। পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময়েরও বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো দলটি। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর রিয়াল গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। তবে প্রথমবার খেলতে আসা ইউনিয়ন বার্লিন নিজেদের রক্ষণ দারুণ ভাবে সামলে রাখে। নির্ধারিত সময়েও গোল আসেনি কোনো দলের পক্ষে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পয়েন্ট হারানো থেকে রক্ষা পায় রিয়াল। বেলিংহাম দারুণ এক গোলে নিশ্চিত করেন দলের জয়। শেষ সময়ে গোল হজম করে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বার্লিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০