সমালোচনার ক্ষেত্রে আরেকটু শোভন হওয়ার আকুতি জানালেন শান্ত

0
48

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন নাজমুল হোসেন শান্ত। তবুও সমালোচনা আর সামাজিক মাধ্যমে ট্রল থেকে নিস্তার মিলছে না এই টপ অর্ডার ব্যাটারের। শুধু শান্তই নন, বুলিংয়ের শিকার হতে হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এ নিয়ে হতাশা ঝরলো তার কণ্ঠে। শান্ত জানান, পেশাদার হিসেবে ক্রিকেটাররা এসবের সঙ্গে মানিয়ে নিলেও পরিবারের সদস্যদের জন্য তা কঠিন।

মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের জয়ের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। এই ইনিংস খেলার পথে একটি ছক্কা ও ১১টি চার মেরেছেন এই বাঁহাতি ওপেনার। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরাও হয়েছেন শান্ত। এরপরই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন তিনি। শান্ত বলেন, ‘আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ‌্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি আরেকটু শালীনভাবেও হতে পারত। যেটা আমার পরিবারের জন‌্য ভালো হতো। এতোটুকুই।’

শান্ত আরো বলেন, ‘আমি যেটা বললাম এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সে যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here