সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হওয়া ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে নতুন পাড়া ক্রিকেট ক্লাব। শনিবার রাইজিংস্টার ক্রিকেট ক্লাবকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারায় দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নতুন পাড়া ক্রিকেট ক্লাব । নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে এক সময়ের জাতীয় দলের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১০২ রান করেন। ১০৬ বলের ইনিংসটি সাজানো ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায়। এছাড়া ২১ রান আসে মিঠুনের ব্যাট থেকে। সৌরভ ১৩ এবং শান্ত করেন ১৪ রান। অতিরিক্ত খাত থেকেই আসে ৭৯ রান।
রাইজিংস্টার ক্রিকেট ক্লাবের হয়ে আনিছ ও হৃদয় ২টি করে এবং সাজু, রাজীব,নাঈম ও কায়েস ১টি করে উইকেট লাভ করেন।
২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২.২ ওভারে মাত্র ৯৫ রানে সবকটি উইকেট হারিয়ে বসে রাইজিংস্টার ক্রিকেট ক্লাব। আর দেখে ১৮৬ রানের বিশাল পরাজয়। দলের হয়ে রাজীব ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন। ৯ রান আসে শিহাবের ব্যাট থেকে। পারভেজ করেন ৭ রান। অতিরিক্ত থেকে আসে ২৩ রান।
নতুন পাড়া ক্রিকেট ক্লাবের হয়ে হয়ে ময়ুক ৫টি, আশরাফুল ২টি এবং শাহানুর ও আল আমিন ১টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জি.এম তাশহিজ ও মোঃ শিরিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সাদি/সা
Discussion about this post