নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আকাশে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিন নির্ধারিত সময়ের খেলা শুরুতে হচ্ছে বিলম্ব। শুক্রবার দিনের খেলা মাঠে গড়ানোর কথা ছিল সকাল সোয়া ৯টায়। দ্বিতীয় দিন টানা বৃষ্টির পর তৃতীয় দিনের শুরুতেও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে অনিশ্চয়তায় পড়েছিল মিরপুর টেস্টের ভাগ্য। তবে বৃষ্টি থামায় মিলছে কিছুটা স্বস্তি।
শুক্রবার সকালে সরিয়ে নেয়া হয় মিরপুরের উইকেট ঢেকে রাখা কভারগুলো। ভেজা মাঠকে করা হচ্ছে খেলার উপযোগী। যদিও ম্যাচ অফিশিয়ালরা একবার উইকেট পর্যবেক্ষণ করেছেন। আবার পর্যবেক্ষণ করার কথা রয়েছে সকাল ১১টায়। এরপর তারা ম্যাচ শুরুর জন্য সময় বেঁধে দিবেন। তাতে অনেকটা নিশ্চিত যে, তৃতীয় দিনের প্রথম সেশনে আর কোনো বল মাঠে গড়াচ্ছে না!
এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। জবাবে মাত্র ১২.৪ ওভারে ৫৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে রয়েছে তারা। স্পিন সহায়ক উইকেটে মেঘাচ্ছন্ন কন্ডিশনে প্রথম দিন পড়েছে ১৫ উইকেট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও স্পিনবান্ধব হওয়ার কথা এই উইকেট। তাতে সুযোগ বাড়বে বাংলাদেশের।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। টাইগারদের ৫ উইকেটই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post